Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন ও নিয়ম মেনে সরকারি অর্থ ব্যয় নিশ্চিতের নির্দেশনা রাষ্ট্রপতির

সারাবাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪০

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রতিটি অফিসে সরকারি অর্থ যাতে আইন ও নিয়ম মেনে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট জমা দিতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আপত্তিসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন তিনি।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

আবদুল হামিদ রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর