Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র বিদেশে, চসিক কাউন্সিলরদের সঙ্গে সভায় নগর আ.লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ২১:০৪

চট্টগ্রাম ব্যুরো : চিকিৎসার জন্য মেয়র রেজাউল করিম চৌধুরী দেশত্যাগের পরদিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় করেছে নগর আওয়ামী লীগ। এতে আগের মেয়াদের মেয়র ও দলের নগর কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।

বিজ্ঞাপন

সভায় দেওয়া বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী দাবি করেন, নির্বাচিত দলীয় কাউন্সিলররা জনগণের প্রতি দায়বদ্ধ থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছে কি না সেটা নগর আওয়ামী লীগের কাছে জবাবদিহি করতে হবে। অনিয়মের জন্য দায়ী জনপ্রতিনিধিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারও করেন তিনি। তবে এই শাস্তি সাংগঠনিক নাকি আইনি সেটা পরিষ্কার করেননি মাহতাব।

অন্যদিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক ভাতাসহ যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, সেগুলো নিয়ে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি হলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দলীয় কাউন্সিলর হিসেবে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

এক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন সরকারি ভাতাপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় করার জন্য কাউন্সিলরদের পরামর্শ দেন আ জ ম নাছির উদ্দীন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, শহিদুল আলম, জহরলাল হাজারী। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সভায় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ সেপ্টেম্বর) চিকিৎসার উদ্দেশে ভারতে যান মেয়র রেজাউল করিম চৌধুরী। প্যানেল মেয়র আফরোজা কালাম চৌধুরী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। ২০২১ সালের নির্বাচনে নাছির আর মনোনয়ন পাননি। নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন।

সারাবাংলা/আরডি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর