বরিশালে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৪
বরিশাল প্রতিনিধি : জেলার হিজলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন বোন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো- বাউশিয়া গ্রামের মো. আলি রাঢ়ির মেয়ে নুরজাহান (৬) ও নুরনাহার (৪)।
স্বজনেরা জানান, বাড়ির পেছনে দুই বোন খেলতে যায়। দুপুরে তারা দুজন বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ৩টার দিকে দুই বোনকে ভাসমান অবস্থায় দেখে তাদের বাবা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মরদেহ দুটি স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’
সারাবাংলা/ইআ