বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফুলের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:২০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৬
ঢাকা: টানা এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন রাজধানীর নতুন বাজারে মিনি ট্রাকের ধাক্কায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া অনন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে নতুন বাজার আমেরিকান দূতাবাসের পিছনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অনন্যাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।
অনন্যার মামা আব্দুল মান্নান জানান, অনন্যা বারিধারায় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সের (ইউআইটিএস) বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তার বাবা আব্দুল্লাহ চৌধুরী। মা ৮ বছর আগে মারা যাওয়ার পর তার বাবা অনন্যাকে রেখে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে সবুজবাগ পূর্ব বাসাবোতে তার বাসায় থাকতেন অনন্যা। সেখানে থেকেই পড়ালেখা করতেন।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার জানান, ঘটনার দিন মিনি ট্রাক জব্দ করে চালকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মিনি ট্রাকের চালক কারাগারে রয়েছেন।
সারাবাংলা/এসএসআর/ইআ