Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, আরেক যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৫ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৯

কক্সবাজার: টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদে টেকনাফের দমদমিয়ায় নাফ নদীর পাড়ে র‍্যাবের অভিযান চালানোর সময় মাদক বিক্রেতাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার ইয়াবা।

অন্যদিকে, টেকনাফের দমদমিয়া পয়েন্ট থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দমদমিয়ার পয়েন্টে এক যুবকের মরদেহ পাওয়া যায়। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/ইআ/এমও

টেকনাফ বন্দুক যুদ্ধ মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর