Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফতানি বাড়াতে ডিসিসিআই ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৬

ঢাকা: দেশের এসএমই খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাব্য আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) মধ্যে চুক্তি সই হয়েছে। সারাদেশে এসএমই খাতের ক্লাস্টার উন্নয়ন, রফতানি বাড়ানো ও রফতানি পণ্যের বহুমুখীকরণ, এলডিসি পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই খাতের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম পরিচালনায় যৌথভাবে কাজ করাই এই চুক্তির লক্ষ্য।

বিজ্ঞাপন

রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে প্রতিষ্ঠান দু’টির মধ্যে চুক্তি সই হয়। ডিসিসিআই’র মহাসচিব আফসারুল আরিফিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সহযোগিতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ‘দেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে একযোগে কাজ করছে। আজকের এ সহযোগিতা চুক্তি আগের কাজের ধারাবাহিকতাকে আরও বেগবান করবে। দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ, ঋণ সহায়তা প্রাপ্তি সহজীকরণ এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কারের ক্ষেত্রে ডিসিসিআই এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে কাজ করলে এ খাতের উদ্যোক্তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।’

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘আমাদের অর্থনৈতিক কার্যক্রমের বেশির ভাগই ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক, তবে সারাদেশে অর্থনীতির কার্যক্রমকে ছড়িয়ে দিতে হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারিকালে এসএমইদের অর্থায়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিত করতে নীতিমালা সহজীকরণ ও আইনের সংস্কার একান্ত আবশ্যক। এজন্য ডিসিসিআই’সহ অন্যান্য বাণিজ্য সংগঠনগুলো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।’

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, ‘শিল্পনীতিতে ২০২৭ সালে জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে হলে সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশে সকলকে একযোগে কাজ করতে হবে।’ এ খাতের উদ্যোক্তাদের উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা সহজীকরণ ও আইনের প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি আরমান হক, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এনএস

এসএমই ফাউন্ডেশন ডিসিসিআই

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর