চেয়ার ছেড়ে আওয়ামী লীগে যোগ দিন— চট্টগ্রামের ডিসিকে শাহাদাত
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:১১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২১
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চেয়ার ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।
রোববার (১৮ সেপ্টেম্বর) নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘পত্রিকায় দেখলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক আওয়ামী লীগের জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের জন্য দোয়া-মোনাজাত করছেন। তিনি এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করে আবার তাদের উদ্দেশে বক্তব্যও দিয়েছেন। সেখানে তিনি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে বিএনপি জামায়াতের দোয়াও চেয়েছেন।’
‘আমরা বুঝতে পারছি না, উনি চট্টগ্রামের জেলা প্রশাসক নাকি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি? একজন রিটার্নিং অফিসার হিসেবে তিনি শুধু আচরণবিধিই লঙ্ঘন করেননি, নির্বাচনী আইন ভঙ্গ করে নিরপেক্ষতা হারিয়ে নির্লজ্জ দলবাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যদি দলবাজি করতে হয় তাহলে চেয়ার ছেড়ে আওয়ামীলীগে যোগ দিন।’
জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন শাহাদাত।
সরকার উসকানি দিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করে শাহাদাত বলেন, ‘বিএনপির পক্ষে গণজোয়ার দেখে আওয়ামীলীগ ভয় পেয়েছে। ভয় পেয়েই তারা ভয় দেখাচ্ছে।’
নগর কমিটির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকার সারাদেশে প্রশাসন লীগ তৈরি করেছে। ৬৪ জেলায় ৬৪ জন প্রশাসন লীগের নেতা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পুলিশ আর প্রশাসন লীগের সহযোগিতায় সরকার ক্ষমতায় টিকে আছে। চট্টগ্রামের জেলা প্রশাসক ভুলে গেছেন, তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি আওয়ামী লীগের নেতা বা কর্মী নন। এই দলবাজ জেলা প্রশাসকের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’
সমাবেশে নগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/একে