Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্মেনিয়ায় গিয়ে আজারবাইজানের নিন্দা করলেন ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ২১:২৫

ঢাকা: আর্মেনিয়া সফরে গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। শনিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ইয়েরেভানে পৌঁছান তিনি। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর আর্মেনিয়ায় যাওয়া সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা ন্যান্সি পেলোসি।

ন্যান্সি পেলোসি এমন এক সময় আর্মেনিয়া সফরে গেলেন, যখন দেশটি প্রতিবেশি আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। এমন সময় তার আর্মেনিয়া সফরকে তাৎপর্যপূর্ণ বলেও আখ্যায়িত করেছেন ন্যান্সি পেলোসি।

বিজ্ঞাপন

আর্মেনিয়ায় হামলা চালানোর কারণে আজারবাইজানের নিন্দা করে পেলোসি বলেন, সীমান্তে চলমান সংঘর্ষ আজারবাইজান প্রথমে শুরু করেছে। আমরা কঠোরভাবে এসব হামলার নিন্দা জানাই। সীমান্তে এমন হামলা বেআইনি এবং ভয়াবহ।

আজারবাইজানের তরফ থেকে ন্যান্সি পেলোসির মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখনও আসেনি।

ন্যান্সি পেলোসির সফর সম্পর্কে আর্মেনিয়ার স্পিকার অ্যালেন সিমোনিয়ান সাংবাদিকদের বলেন, তার তিন দিনের সফর আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করবে।

এর আগে শনিবার আর্মেনিয়া পৌঁছে ন্যান্সি পেলোসি প্রথম বিশ্বযুদ্ধে অটোমান তুর্কিদের হাতে গণহত্যার শিকার ১৫ লাখ আর্মেনীয়র প্রতি শ্রদ্ধা জানান। তিনি ইয়েরেভানের পাহাড়ের চূড়ায় একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

ন্যান্সি পেলোসির সঙ্গে আর্মেনিয়া সফর করছেন মার্কিন প্রতিনিধি পরিষদের আরও কয়েকজন সদস্য। তারা হলেন, ফ্রাঙ্ক প্যালোন, হাউজের জ্বালানি ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান জ্যাকি স্পিয়ার এবং আনা এশু।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

আজারবাইজান আর্মেনিয়া ন্যান্সি পেলোসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর