Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩

জয়পুরহাট : জেলার কালাইয়ে এক হাজার পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। কালাই থানার অফিসার ইনচার্স (ওসি) এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কালাইয়ের হাজীপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে শাহারুল ইসলাম(৩০) ও ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মেহেদুল ইসলাম (৪০)।

বিজ্ঞাপন

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীপাড়া গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় পুলিশের একটা টিম।  এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ শাহারুল ও মেহেদুলকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর