Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের শর্ত শিথিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৬

ঢাকা: করযোগ্য আয় না থাকলে যেকোনো ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করলো এনবিআর।

রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন -১) মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিশেষ আদেশ এ কথা বলা হয়েছে।

আদেশে বলা হয়, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৮৪এ ধারার উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এই সিদ্ধান্ত আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

ফলে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা আগামী ৯ মাসের জন্য প্রত্যাহার করে নিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সারাবাংলা/এসজে/এমও

ঋণ গ্রহণ ক্রেডিট কার্ড শর্ত শিথিল

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর