Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:১২

খালেদা জিয়া, ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে আগের মতোই বিদেশে চিকিৎসা নেওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রোববার (১৮ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি থেকে সাজা স্থগিতের আবেদন আমাদের কাছে এসেছে। আমরা তাতে আরও ছয় মাস বৃদ্ধি করার জন্য মতামত দিয়েছি। তবে এবারও তিনি বিদেশে যেতে পারবেন না।’

নিয়ম অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত শেষে সে আবেদন আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাতে সিদ্ধান্ত নেবে।

এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। এ নিয়ে ছয় মাস করে সাজা স্থগিতের মেয়াদ ছয় বার বাড়ানো হয়। চলতি মাসের শেষ সপ্তাহে গত ছয় মাসের মেয়ার শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিবারই তাকে সাজা স্থগিতের জন্য দুইটি শর্ত দেওয়া হয়। শর্ত অনুযায়ী খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, দ্বিতীয়ত তিনি বিদেশে যেতে পারবেন না। এবারও তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে একই শর্ত দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

খালেদা জিয়ার সাজা

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর