Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে চাকরির ইন্টারভিউ দিয়ে রাতে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১১:২৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাসায় তানভীর আরেফিন দ্বিপ্র (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পশ্চিম ধানমন্ডির ১৯ নম্বর রোডের একটি বাসার সাত তলায় এই ঘটনা ঘটে।
এদিন সকালেও তানভীর চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

রাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে মৃত তানভীরের মামা ঐশিক আনসারী জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। বাবার নাম মোজাম্মেল হক। বর্তমানে পশ্চিম ধানমন্ডির ওই বাসায় মা বাবার সঙ্গে ভাড়া থাকতো তানভীর। সে ইউল্যাব বিশ্ববিদ্যালয় থেকে সবেমাত্র বিবিএ শেষ করে ২ মাসের জন্য ইন্টার্ন করছিল এবং বিভিন্ন জায়গায় চাকরীর জন্য চেষ্টা করছিল

তিনি আরও জানান, গতকাল শনিবার সকালে কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিদে গিয়েছিল তানভীর। রাতে তার নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে নামিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন সে আত্মহত্যা করলো এর কারণ তিনি জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যুবকের আত্মহত্যার কারণ স্বজনরা জানাতে পারেনি।’

সারাবাংলা/এসএসআর/এমও

আত্মহত্যা যুবকের আত্মহত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর