Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রওশনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ২২:৫০

ঢাকা: দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে ভ্যার্চুয়ালি তিনি একথা বলেন।

বেগম এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নের্তৃবৃন্দকে ফায়ার করবেন, এমন হুমকি দেন। যা শিষ্টাচারবহির্ভূত। পার্টির চেয়ারম্যানেন এ ধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদ প্রেমি নেতাকর্মীকে আহত করে।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, ২৬ নভেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে এরশাদ পাগল নেতাকর্মীরা অংশ নিয়ে পল্লীবন্ধুর রেখে যাওয়া পার্টির আদর্শে উদ্ভাসিত হয়ে গণমানুষের বিরজমান সমস্যাগুলো উপস্থাপন করবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশ্যে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের রক্ষক। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত। তাই কারো উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রমের আহ্বান জানান রওশন এরশাদ।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

বিজ্ঞাপন

উল্লেখ, ২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে, সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি সাব কমিটি গঠন করা হয়েছে।

সারাবাংলা/একে

জাতীয় পার্টি জি এম কাদের রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর