মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষে হামলার শিকার বিএনপি নেতারা
১৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ২২:২১
ঢাকা: রাজধানীর বনানীতে মোমবাতিল প্রজ্বালন কর্মসূচি শেষে ফেরার সময় হামলার শিকার হয়েছেন বিএনপি নেতারা। দলটির অভিযোগ- তাদের কর্মসূচিতে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই হামলা হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈযদ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা উত্তর বিএনপির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হন। আহত তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নারায়ণগঞ্জ ও ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।
বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু এর এক ঘণ্টা আগেই রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা- এমনটিই দাবি বিএনপির।
এমন পরিস্থিতির মধ্যে সন্ধ্যা ৭টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর এক পাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়ান বিএনপির নেতা–কর্মীরা। তখন রাস্তার উল্টোদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। রাত পৌনে আটটার দিকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইট–পাটকেল নিক্ষেপ শুরু হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে একযোগে হামলা করলে সবাই বনানী কে ব্লকের ২৬ নম্বর রোড দিয়ে সরে যান। এ সময় ইটপাটকেল ও লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। কর্মসূচিতে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে কয়েকজন ধরাধরি করে রাস্তা পার করেন।
এদিকে, হামলার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে বিনা উসকানিতে হামলা করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সেখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা নেতৃত্ব দিয়েছেন।’
‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তরুণ উদীয়মান নেতা তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি। যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও আহত হয়েছেন’- বলেন রিজভী।
তিনি বলেন, ‘এভাবে হামলা-মামলা করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। এই আন্দোলন আরও বেগবান হবে। আন্দোলনের তীব্রতায় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’
ঢাকায় গতকাল পর্যন্ত ছয়টি কর্মসূচি ছিল বিএনপির। এর মধ্যে বিনা বাধায় তিনটি কর্মসূচি করতে পেরেছে দলটি। বাকি তিনটিতে বিভিন্ন পর্যায়ে বাধা বা হামলা হয়েছে।
সারাবাংলা/এজেড/পিটিএম