Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওমিক্রনের নতুন ২ উপধরনের কারণে সংক্রমণ ঊর্ধ্বগতি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৬

ঢাকা: দেশে বাড়ছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি উপধরনের কারণে সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বি’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষা পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।

সংস্থাটি আরও জানায়, করোনা সংক্রমণের গতি-প্রকৃতি নির্ণয়ে গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আইসিডিডিআর,বি ৩৮টি জিনোম সিকোয়েন্স করেছে। এতে রাজধানী ঢাকায় ওমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় পরিচালিত জিনোম সিকোয়েন্সে পাওয়া তথ্যে দেখা যায়, শুধু ওমিক্রন ভেরিয়েন্টগুলোর মাধ্যে ২৬টি অমিক্রন BA.5 এবং ১২টি অমিক্রন BA.2 পাওয়া গেছে।

সংস্থাটি আরও জানায়, প্রাথমিকভাবে রাজধানীসহ সারাদেশে ওমিক্রনের BA.5 সাব-ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তবে গত তিন সপ্তাহে তা BA.5 থেকে BA.2-তে স্থানান্তরিত হয়েছে, যা একটি বড় পরিবর্তন। একই সময়ে BA.2.75 (n=6) এবং BJ.1 (n=1) (যা মূলত BA.2 থেকে উৎপন্ন) নামে নতুন দুটি সাব-ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

সাম্প্রতিক সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য নতুন এই সাব-ভ্যারিয়েন্টগুলোই দায়ী— জানানো হয়েছে আইসিডিডিআর,বির নমুনা পরীক্ষার পর্যবেক্ষণে। এদিকে, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক প্রতিবেদনে জানা গেছে, রাজধানীতে ওমিক্রন BA.2.75 এবং BJ.1 উভয় উপধরন শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি।

ওমিক্রনের এই নতুন সাব-ভ্যারিয়েন্টগুলো এ বছরের মে মাসে সর্বপ্রথম ভারতে শনাক্ত হয়। বর্তমানে BA.2.75 হলো ভারতে সবচেয়ে প্রভাবশালী সাব-ভ্যারিয়েন্ট। এটিতে মূল অমিক্রন ভেরিয়েন্টের তুলনায় স্পাইক জিনের বেশি মিউটেশন রয়েছে।

বিজ্ঞাপন

করোনার নতুন রূপের আবির্ভাব নতুন নয় এবং ভাইরাস প্রাকৃতিক বিবর্তনীয় বৈশিষ্ট্য। এ অবস্থায় করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আইসিডিডিআর,বি।

সারাবাংলা/এসবি/পিটিএম

উর্ধ্বগতি ওমিক্রন সংক্রমণ সাব-ভেরিয়েন্ট