Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ অক্টোবরের পর মিলবে না ভ্যাকসিনের প্রথম ডোজ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৯

ঢাকা: দেশে ৩ অক্টোবরের পরে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারিভাবি বিনামূল্যে প্রয়োগ করা ভ্যাকসিন আর দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘৩ অক্টোবর থেকে প্রথম ডোজ দিতে পারব না, দ্বিতীয় ডোজ দেওয়াও কষ্ট হয়ে যাবে। কারণ অনেক ভ্যাকসিনের মেয়াদোত্তীর্ণ তারিখ শেষ হয়ে যাবে, ভ্যাকসিনও থাকবে না হয়ত।’

তিনি বলেন, ‘যারা ভ্যাকসিনের প্রথম, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হবে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। তারপরও ভ্যাকসিন কার্যক্রম চলবে। একটা থ্রাস্ট হিসেবে এই ক্যাম্পেইন চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। পাশাপাশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে প্রায় ৪ কোটি মানুষকে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে পৃথিবীর কী অবস্থা হয়, তা আপনার দেখেছেন। করোনা নিয়ন্ত্রণে না থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। করোনা বেড়ে গেলে অর্থনীতিতে প্রভাব পড়বে। আমাদের শিল্প কারখানায়, চলাচলে প্রভাব পড়বে।’

করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের সচেতন থাকতে হবে। মাস্ক পরা আমরা ভুলে গেছি, মাস্ক পরতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, এমএনসিএইচ লাইন ডিরেক্টর ও পরিচালক ডা শামসুল হকসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/একে

করোনা টপ নিউজ নভেল করোনাভাইরাস প্রথম ডোজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর