রোহিঙ্গাদের দা’র কোপে পুলিশ সদস্য আহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩২
কক্সবাজার: রোহিঙ্গা সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। গুরুত্ব আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্যের নাম সাইদুল ইসলাম। তিনি ২৪ সে এপিবিএন এ কর্মরত।
রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-৭ ইউনিটে তিনি দায়িত্বরত ছিলেন।
জানা যায়, বিকেলে ক্যাম্প কিছু রোহিঙ্গা উচ্ছৃঙ্খল আচরণ করলে তাদের শান্ত করার চেষ্টা করে দায়িত্বরত এপিবিএন সদস্য সাইফুল ইসলাম। এ সময় কয়েকজন রোহিঙ্গা পেছন থেকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার হাতে বেশ কয়েকটি কোপ লাগে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
সারাবাংলা/একে