Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাক্রাফটের নির্বাচন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১১:০৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৪

ঢাকা: বাংলাদেশ হস্তশিল্প প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্র্যাফট)-এর ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে। এর মধ্য দিয়ে সংগঠনটি নতুন ১৮ জন পরিচালক পাবে। সংগঠনটির সদস্যরা উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) ভবনের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) কার্যালয়ে সংগঠনটির ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৮টি পরিচালক পদে দুই প্যানেল থেকে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

সংগঠনটির সদস্য প্রায় ৫০০ হলেও ভোটাধিকার রয়েছে ১১৫ জনের। নির্বাচনে তারাই ভোট দিচ্ছেন। নির্বাচনে লড়ছে ‘সম্মিলিত ফোরাম’ ও ‘সমমনা পরিষদ’ নামের দু’টি প্যানেল।

সম্মিলিত ফোরামের নেতৃত্বে রয়েছেন গোলাম আহসান। এই প্যানেলের অন্য সদস্যরা হলেন— রাজিয়া জাহের, এ বি এম হেলাল, সানাউল হক বাবলু, মিয়া ফয়সাল হাসান, মোহাম্মদ আবু কাউছার, দোলন চন্দ্র দাস, মো. আবদুল হাই, মো. মনজুরুল হক, সেলিনা ইয়াছমিন কাকলী, মো. খায়রুল আলম, তাসমিনা মাহমুদ, খালেদা সুলতানা, মো. বেলাল হোসাইন, মো. তৌহিদ বিন আবদুস সালাম, শোহেলী নাজনীন (রুবা), নাসরিন আক্তার মিলা ও মো. মাসুদ ইকবাল।

অপর প্যানেল সমমনা পরিষদের নেতৃত্বে রয়েছেন সেলিম উদ্দিন হায়দার। এই প্যানেলের অন্য সদস্যরা হলেন— মো. আশরাফুর রহমান, ফৌজিয়া আমিন নীনা, পীযুশ ভদ্র, নাসিমা আক্তার, মো. শাজাহান কবীর, মো. মোজাম্মেল হক, এলিজা পারভীন, মো. আবুল কালাম আজাদ। এই প্যানেলে আরও কয়েকজন সদস্য রয়েছেন।

এদিকে নির্বাচন ঘিরে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) ভবনের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দায়িত্বে রয়েছে। প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/আইই

বাংলাক্রাফট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর