চুয়াডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৬:০০
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল ইমরান গোবিন্দপুর এলাকার জুরান আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসে ছিলেন। এসময় একটি মোটরসাইকেলে ৩ জন এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘পূর্ব শক্রতার জেরে আল ইমরানকে ৩ জন দুর্বৃত্ত শরীরের বিভিন্ন অংশে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে।’
সারাবাংলা/এমও