Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতাড়ন শুরু করলে পালাবার পথ পাবা না— বিএনপিকে নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২২ ০০:০১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৯

ঢাকা: বিএনপি নামক দলটির অপরাজনীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ওরা কয় অলিগলিতে গিয়ে নাকি আন্দোলন করবে। আরে আহাম্মকের দল। আওয়ামী লীগ যদি অলিগলি থেকে তোমাদের বিতাড়ন শুরু করে তোমরা পালাবার পথ পাবা না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন ওয়ারী থানা এবং ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সরকার কায়েম হওয়ার পর একটি অপশক্তি বাংলাদেশে আগুন সস্ত্রাস করেছে, জঙ্গিবাদ সষ্টি করেছে। বাংলাদেশে একটি অসুস্থ পরিবেশ সৃষ্টি করেছিল। যাতে শেখ হাসিনার সরকার ব্যর্থ হয়ে যায় ‘

তিনি বলেন, ‘যে অপশক্তি ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে দিয়েছিল। যে অপশক্তি ২০০১ সালে কৌশলগত বিজয় অর্জনের পর আমাদের নেতার্মীদের হাত কেটেপে, পা কেটেছে, ভাইয়ের সামনে বোনকে রেইপ করেছে, মায়ের সামনে মেয়েকে রেইপ করেছে, চোখ উপড়ে ফেলেছে। সেই অপশক্তি ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিতে চেয়েছিল। সেই অপশক্তির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, ‘বিএনপির জন্ম সেনা পোশাক পরে, সেনা আইন ভঙ্গ করে। তারা এখন আমাদের গণতন্ত্রের ছবক দেয়। তারা আমাদেরকে গণতন্ত্র শেখায়। কি দুঃখজনক, কি দুভার্গ্যজনক। যারা ভোট কারচুপি করে সরকার কায়েম করেছিল; সেই তারা এখন আমাদের ভোট শেখায়, গণতন্ত্র শেখায়, ভোট পদ্ধতি শেখায়। ভুতের মুখে রাম নাম।’

বিজ্ঞাপন

সাবেক এই প্রতিমন্ত্রী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এরা (বিএনপি) কথা বলবে, এরা চেষ্টা চালাবেই। এরা এই বাংলাদেশকে মেনে নিতে পারে নাই। ওদের প্রভু পাকিস্তান। ওরা আইএসআইয়ের প্রেসক্রিপশনে চলে। দেশ যাতে এগিয়ে না যায় সেই কারণে ওরা বার বার বিভিন্ন ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কার্যকলাপ করবে। সেই ধংসাত্মক কার্যকলাপ আমাদের দমাতে হবে, প্রতিরোধ করতে হবে।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আগামী নির্বাচনের টার্গেট নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সারাদেশে তৃণমূলের নেতাকর্মীদের খুঁটি মজবুত করতে হবে। ৭৫ সালে আমাদের ব্যর্থতার জন্য খুনিরা সফল হয়েছিল। কিন্তু খুনি চক্রকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। যেখানে ওরা ষড়যন্ত্র করবে, সেখানেই প্রতিহত করতে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আগামী দ্বাদশ নির্বাচনে কে কার প্রার্থী সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাকে মনোনয়ন দিবে সেটি হচ্ছে বিষয়। কোন নেতাকে আমার পছন্দ, কে আমার পছন্দের বাইরে- সে সব বিষয় দেখলে হবে না। আমাদের দেখতে হবে দল কাকে মনোনয়ন দিয়েছে। দল কাকে নৌকা দিয়েছে।’

ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান লাভলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ থানা এবং ওয়ার্ড নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর