Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমতি ছাড়া রাস্তা কাটলে ওয়াসার বিরুদ্ধে মামলা: মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০

চট্টগ্রাম ব্যুরো : অনুমতি ছাড়া রাস্তা কাটলে চট্টগ্রাম ওয়াসার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ার করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০তম সাধারণ সভায় একথা বলেন মেয়র। নগরীর আন্দরকিল্লায় পুরনো নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেয়র।

সভায় উপস্থিত কয়েকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম শহরে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে ওয়াসা। এই কাজ করতে গিয়ে ওয়াসা প্রতিনিয়ত বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি অব্যাহত রেখেছে। এমনকি সিটি করপোরেশন রাস্তা সংস্কারের কয়েকদিন পরই আবার সেই রাস্তা কেটে ফেলা হচ্ছে। সিটি করপোরেশনের অনুমোদনের তোয়াক্কা না করে ওয়াসা নিজেদের খেয়াল-খুশিমতো এসব কাজ করছে। এতে সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সভায় অভিযোগ করেন কাউন্সিলরেরা।

কাউন্সিলরদের এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পানির পাইপ বসানোর জন্য রাস্তা কাটতে হলে ওয়াসাকে অনুমতি নিতে হবে। না হলে ওয়াসার বিরুদ্ধে মামলা করা হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র বক্তব্য জানতে পারেনি সারাবাংলা ডটনেট।

সভায় সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবা সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

ওয়াসা চট্টগ্রাম মেয়র রেজাউল রাস্তা সংস্কার

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর