Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলি আহমদের ‘বীর বিক্রম’ খেতাব কেড়ে নেওয়ার দাবি নাসিমের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:০৯

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের ‘বীর বিক্রম’ খেতাব কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পাশাপাশি বাংলাদেশের কথিত জাতীয়াতাবাদী শক্তির প্রতিনিধিদের দমন করারও আহ্বান জানান কামরুল হাসান নাসিম।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মির্জা ফখরুল বলছেন, পাকিস্তান আমল ভাল ছিল। কর্নেল অলি বুক ফুলিয়ে বলছেন, আমার সাথে জামায়াত আছে। মিস্টার কোষ্ঠকাঠিন্য মান্না সাহেবও জামায়াতের টেবিলে বসে খিলখিল করে হাসে। বাংলাদেশের কথিত জাতীয়তাবাদী শক্তির এসব প্রতিনিধিদের দমন করতে হবে। রাজনৈতিক অপশক্তি হিসাবে এদেরকে আমি দেখি। বাংলাদেশে এদের রাজনীতি নিষিদ্ধ করার সময় হয়েছে। অলি সাহেবের বীর বিক্রম প্রতীক কেড়ে নিতে হবে।’

এর আগে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এক পাশে এবং অন্য পাশে জামায়াত নেতা আবদুল হালিমকে বসিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ‘আমার পাশে জামায়াত বসে আছে। এখন যদি বিএনপি পাশে বসে, তাহলে ওরা (আওয়ামী লীগ) জান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না।’

অন্যদিকে ঠাকুরগাঁও নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট। আমরা পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে এখনকার চেয়ে ভালো ছিলাম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

কামরুল হাসান নাসিম বিএনপি বিএনপির পুনর্গঠন