Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যদের মারামারি, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬

ঢাকা: রাজধানীর পল্টনে হকার ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে মারামারিতে দুইপক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন তৃতীয় লিঙ্গের কমলা (১৮), লিজা (১৮), রশি (১৮) ও রুমি (১৯)। হকারদের মধ্যে আহত হয়েছেন ফেরদাউস আহমেদ (২১) ও আদিজ মিয়া (২৫)।

তৃতীয় লিঙ্গের সদস্য আহত কমলা অভিযোগ করে বলেন, ‘আমরা পল্টনে একটি হোটেলে খাবার খেতে গিয়েছিলাম। ওখানে হকাররা বসে খাবার খাচ্ছিলেন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমরা তাদের উঠে যেতে বলি। এ নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হকাররা আমাদের মারধর করেন।’

তবে ভিন্ন কথা বলেছেন আহত হকার আদিজ মিয়া। তিনি বলেন, ‘তৃতীয় লিঙ্গের সদস্যরা এক রিকশাযাত্রীর কাছে ১০ টাকা দাবি করেন। রিকশার ওই আরোহীর কাছে ভাংতি না থাকায় তিনি ১০০ টাকার নোট দেন। বাকি ৯০ টাকা ফেরত চাইলে তারা পুরো টাকাটি নিয়ে যাচ্ছিলেন। তখন ঘটনাস্থলে আমি এর প্রতিবাদ করি। এ কারণে তারা আমার ওপর চড়াও হয়ে আমাকে মারধর করতে থাকেন। দেখতে পেয়ে আশেপাশের অন্য হকাররা বাধা দিলে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তৃতীয় লিঙ্গের চারজন ও দুই হকার আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পল্টন থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া বলেন, ‘অভিযোগ নিয়ে এখনও কেউ থানায় আসেনি। তবে যতটুকু জেনেছি হকারদের সঙ্গে তৃতীয় লিঙ্গের মারামারি হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

পল্টন মারামারি হকার হিজড়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর