Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ রিকশাচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৭

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় স্বপনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম হারুন মিয়া (৪০) ও লিটন (১৮)। হারুন মিয়া রংপুর জেলার পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে ও লিটন জামালপুর জেলার ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারিচালিত রিকাশায় ব্যাটারি চার্জ দেওয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্চিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এসময় অপর রিকশা চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ হারুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গ্যারেজ মালিক স্বপন বলেন, ‘রাতভর ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া শেষে ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ি জামালপুর জেলায় রওনা দেন।’

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এমও

টঙ্গী বিদ্যুৎস্পৃষ্ট রিকশা চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর