Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়াপল্টনে শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:১২

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দলের পক্ষ থেকে তার মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজ আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবদি, সংগ্রামী একজন নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি একজন সংগ্রামী নেতা ছিলেন। ছাত্রজীবনে স্বাধীকার আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছেন।’

‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার সেই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। তিনি ছাত্রজীবন থেকেই অত্যন্ত সুবক্তা। তার বক্তব্য শোনার জন্য ছাত্ররা দলমত নির্বিশেষে একখানে হতো। স্বাধীকার আন্দোলন, আইয়ুববিরোধী আন্দোলন এবং পরবর্তীকালে দেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহ মোয়াজ্জেম হোসেন’, বলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় শাহ মোয়াজ্জেম হোসেন ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে জোরালো বক্তব্য রেখেছিলেন, সেটা ঐতিহাসিক। তিনি একজন মনেপ্রাণে গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী ছিলেন। ছাত্রজীবন থেকে আমৃত্যু সেই স্প্রিটকে তিনি ধারণ করেছেন।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট- আজ গণতন্ত্র নাই, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সামনে। আজকে শাহ মোয়াজ্জেম হোসেনের মতো একজন সংগ্রামী নেতা, একজন অকুতোভয় নেতা আমাদের খুব প্রয়োজন ছিল। আজকে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে চলে গেছে। জাতিকে রক্ষা করার জন্য সামনে যে আন্দোলন আমরা করব, সেখানে শাহ মোয়াজ্জেম হোসেনের সারা জীবনের যে সংগ্রাম, যে আন্দোলনের ইতিহাস, সেটাকে স্মরণ করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্মরণ করার মধ্য দিয়েই আমরা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখব।’

বিজ্ঞাপন

জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুব দলের এইচ এম সাইফ আলী খান, কেন্দ্রীয় দপ্তরের আব্দুর সাত্তার পাটোয়ারি, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে।

জানাজা পরিচালনা করেন জাতীয়তাবাদী উলাম দলের সভাপতি হাফেজ মাওলানা শাহ নেছারুল হক।

সারাবাংলা/এমও

জানাজা অনুষ্ঠিত টপ নিউজ নয়াপল্টন শাহ মোয়াজ্জেম হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর