পুনর্বিন্যাস করা সিলেবাসে এসএসসি পরীক্ষা শুরু
১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৪২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২
ঢাকা: সারাদেশে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়। এবার ও করোনা, ঝড়-বন্যার কারণে কয়েক দফা পেছানো হয় পরীক্ষা গ্রহণের তারিখ। পুনর্বিন্যাস করা হয় সিলেবাস। সে অনুযায়ী এবার পরীক্ষা হচ্ছে দুই ঘণ্টা। অর্থাৎ ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের সঙ্গে মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছেন। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষা প্রতিষ্ঠান।
বরাবরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশ করতে হয়েছে। যারা দেরি করেছে তাদের কেন্দ্রের গেটের সামনে রেজিস্ট্রার খাতায় দেরির কারণ ও পরিচয় লিখেই কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও গত তিন বছর ধরে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই নিয়মের ব্যতয় ঘটে। চলতি বছরের পরীক্ষা গত ১৯ জুন শুরুর কথা থাকলেও বন্যার কারণে তা কয়েক দফা পেছানো হয়।
সারাবাংলা/জেআর/এনএস