Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষে অন্তত দেড়শো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২ ০০:১২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৫

ঢাকা: সীমান্তে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘর্ষে কমপক্ষে ১০০ আর্মেনীয় সেনা নিহত হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সেদেশের পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। এদিকে আজারবাইজান কর্তৃপক্ষের দাবি, সীমান্ত সংঘর্ষে তাদের কমপক্ষে ৫০ সেনা প্রাণ হারিয়েছে। সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করেছে।

বুধবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পার্লামেন্টে ভাষণে বলেন, সোমবার রাত থেকে আজারবাইজান আর্মেনিয়ায় হামলা চালাচ্ছে। এতে আর্মেনিয়ার ১০৫ সেনা সদস্য নিহত হয়েছে। তিনি জানান, আজেরি সেনারা আর্মেনিয়ার ১০ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে। আর্মেনিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সংঘর্ষে লিপ্ত দুই দেশকে অস্ত্র পরিহার করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। দুই দেশের সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, তিনি বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলবেন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলছে। মূলত বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে দেশ দু’টি।

সর্বশেষ গত সোমবার আকস্মিক দুই দেশের সীমান্তরক্ষীরা গুলি বিনিময় শুরু করে। বিশেষ করে আজেরি সেনারা আর্মেনিয়ার সীমান্তে অন্তত সাতটি ফ্রন্টে হামলা চালায়। মঙ্গলবার সংঘর্ষের মাত্রা কিছুটা হ্রাস পায়। যদিও বুধবার ফের ভারী সংঘর্ষের খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অন্যকে দায়ী করছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আজারবাইজানের সেনারা আর্মেনিয়ার ভেতরে বিভিন্ন টার্গেটে হামলা চালাচ্ছে এবং অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

তবে আজারবাইজান আর্মেনিয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগে বলেছে, সীমান্তে তাদের সেনাদের উপর প্রথমে আর্মেনিয়া হামলা করেছে। আজেরি সেনারা আর্মেনিয়ার হামলার কেবল জবাব দিচ্ছে।

সারাবাংলা/আইই

নাগর্নো-কারাবাখ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর