বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম মারা গেছেন
১৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১০:১৪
ঢাকা: সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শাহ মোয়াজ্জেমের পরিবারের ঘনিষ্ঠজন ও যুবদল নেতা এইচ এম সাইফ আলী খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ মোয়াজ্জেম হোসেন ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ও সামনের সারিতে ছিলেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতেও সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদ সরকারের সময়ে তিনি উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন শেষ দিকে এসে বিএনপিতে যোগ দেন।
বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ছিলেন তিনি। পরে আদালতের রায়ে খালাস পান। বঙ্গবন্ধু সরকারের সময়ে ক্ষমতাসীন দলের চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায়ও ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত শাহ মোয়াজ্জেম হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী ২০০৯ সালে ইন্তেকাল করেন। বিএনপির এই নেতার মৃত্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
সারাবাংলা/এজেড/পিটিএম