আমিন জুটমিল পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৭
চট্টগ্রাম ব্যুরো: রাষ্ট্রায়ত্ব পাটকল চট্টগ্রামের আমিন জুটমিল পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মন্ত্রী আমিন জুটমিলে পৌঁছান। এ সময় বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও আমিন জুট মিলের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
আমিন জুট মিলের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বসেছেন বস্ত্র ও পাটমন্ত্রী।
পরে এদিন বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গনে ‘দেশের প্রথম রাবার ও রাবারভিত্তিক শিল্পপণ্য মেলার’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সারাবাংলা/আরডি/এনএস
আমিন জুটমিল চট্টগ্রাম বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক