Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী খুকি বেগমকে (৪২) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আবুল হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিলপাপাড়া সাত নম্বর রোডের একটি বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গৃহপরিচারিকা কাজ করতেন খুকি বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটা উপজেলার কান্দাপাড়ায়। পেশায় রিকশাচালক আবুল হাসেম স্ত্রী খুকি বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত খুকি এক ছেলে ও দুই সন্তানের জননী।

তিনি জানান, স্বামী আবুল হাসেম পীরভক্ত। পরিবার দাবি করেছে, বিভিন্ন কারণে মানসিক সমস্যা ছিল তার। এ কারণেই স্ত্রীকে রুমের ভেতর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসার নিচ থেকে রক্তমাখা অবস্থায় আবুল হাসেমকে আটক করা হয়।

এসআই আরো জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

আটক পুলিশ রাজধানী স্ত্রী স্বামী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর