Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশের সব অফার এখন ‘মাই অফার’ আইকনে

সারাবাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৫

ঢাকা: গ্রাহকদের জন্য নির্বাচিত সব অফারগুলো এক জায়গায় খুঁজে পেতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘মাই অফার’ আইকন। এই আইকন থেকেই পছন্দের অফারে ট্যাপ করে সরাসরি অফারটি গ্রহণ করার সুযোগ থাকায় আকর্ষণীয় অফারগুলো এখন থেকে আর মিস হবে না, উপভোগ করা যাবে স্বাচ্ছন্দ্যে।

অ্যাপের হোম স্ক্রিনের ‘মাই বিকাশ’ অংশের নতুন এই আইকনে ট্যাপ করার পর গ্রাহক তার জন্য দেয়া আকর্ষণীয় অফারগুলোর লিস্ট দেখতে পারবেন। লিস্টে প্রতিটি অফারের বিস্তারিত এবং মেয়াদ শেষ হবার তারিখ দেয়া থাকবে। অফারগুলোর পাশে থাকা ‘গেট অফার’ বাটনে ট্যাপ করেই সরাসরি চলে যাওয়া যাবে পরবর্তী ধাপগুলোতে। ফলে অল্প কয়েক ধাপেই গ্রাহকদের জন্য পছন্দের অফারগুলো নেয়ার সুযোগ তৈরি এবং সময় সাশ্রয় হবে।

বিজ্ঞাপন

গ্রাহক চাইলে তার মোবাইল থেকে https://bka.sh/fbmyomyo -এই লিংকে ক্লিক করে সরাসরি যেতে পারেন বিকাশ অ্যাপের ‘মাই অফার’ আইকনে।

জীবনের নানান প্রয়োজন পূরণ করতে দৈনন্দিন লেনদেনে আরো স্বাচ্ছন্দ্য এনে দিয়ে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অ্যাপে পরিণত হচ্ছে বিকাশ। সে লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা ও ফিচার যুক্ত হচ্ছে বিকাশ অ্যাপে। ফলে, দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি পরিবারের সদস্য এখন বিকাশ। গ্রাহকদের জন্য বিকাশ অ্যাপ ব্যবহার আরো আকর্ষণীয় এবং সময় ও খরচ সাশ্রয়ী করতেই নতুন এই সংযোজন।

সারাবাংলা/এনইউ

আইকন বিকাশ মাই অফার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর