Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজ ডটকমের জরিমানার স্থগিতাদেশ বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২১:০৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২১:০৭

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগের ভিত্তিতে সহজ ডটকমকে ভোক্তা অধিকারের দুই লাখ টাকা জরিমানা স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৩১ জুলাই সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিন আদালত। ১৫ দিনের মধ্যে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছিল।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজীব উল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে, গত ২৬ জুলাই সহজ ডট কমের পক্ষে তানজীব উল আলম এ রিট দায়ের করেন। রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ছয় দফা দাবিতে গত ৭ জুলাই আন্দোলন শুরু করেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। পরে ২০ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জরিমানার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‍‘তার (রনি) এ অভিযোগ এবং দৃঢ় আন্দোলন ভোক্তা অধিকারের ব্যাপারে সবার চোখ খুলে দিয়েছে। ভোক্তার হয়রানি দ্রুত নিরসন করতে হবে। রনি টিকিটের জন্য পেমেন্ট করেও টিকিট পায়নি এবং সে এর মধ্যে বসে না থেকে তাদের অফিসে গিয়েছে এবং সেখানে যাওয়ার পর সহজের কর্মকর্তা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার বুক করা সিটই অন্য কারও কাছে বেশি দামে বিক্রি করা হয়েছে। একজন ভোক্তা হিসেবে তার অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।’

সারাবাংলা/কেআইএফ/এনইউ

জরিমানা মহিউদ্দিন রনি রেলওয়ে সহজ ডটকম হাইকোর্ট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর