সারাদেশে ভারি বর্ষণের পূর্বাভাস, সর্তক সংকেত বহাল
১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:২৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:৩০
ঢাকা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসমি বায়ুর প্রভাবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে ভারি বর্ষণ হতে পারে। যে কারণে দেশের সব সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ পরিস্থিতি আগামী তিন দিন পরে স্বাভাবিক হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুর ১২টা নাগাদ ভারতের মধ্যপ্রদেশের কেন্দ্রভাগ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরগুলোসহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। যে কারণে সারাদেশে ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এই পরিস্থিতিতে দেশের ১৫ জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ সময় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘নিম্নচাপের প্রভাবে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।’
তিনি জানান, এই সময়ে দিনের তাপমাত্রা কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর এ পরিস্থিতি থাকবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ১১৬ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ডিমলা ও শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/জেআর/পিটিএম