Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধবপুরে গ্যাসফিল্ডের তেলের ট্যাংক থেকে শ্রমিকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ২০:০৯

হবিগঞ্জ: জেলার মাধবপুর উপজেলায় গ্যাস ফিল্ডের তেলের ট্যাংক থেকে তফসির মিয়া (২৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।মৃত তফছির মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে।

নিহতের ভাই আকসির মিয়া জানান, তফছির মিয়া দুই মাসে বিয়ে করেন। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রণাধীন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১১ সেপ্টেম্বর অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গ্যাস ফিল্ডের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১১ সেপ্টম্বর সকাল ৭টা ৫৫ মিনিটে গ্যাস ফিল্ডে প্রবেশ করেন তিনি। আশপাশের সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। পরে রাতে এ ব্যাপারে আকসির মিয়া নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সিসিটিভির ফুটেজে দেখা গেছে তফসির মিয়া গ্যাসফিল্ডের তেলের ট্যাংকের ঢাকনা উঠিয়ে তাতে লাফ দিয়ে পড়ে যান। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তফসির মিয়া এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার ভাই আকসির মিয়া।

সারাবাংলা/এনইউ

আত্মহত্যা গ্যাসফিল্ড হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর