Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৮

নাটোর: নলডাঙ্গায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে মুরশিদুল ইসলামকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন। সরকারি কৌশুলি সিরাজুল ইসলাম জানান, জমি লিখে না দেওয়ায় ২০১৮ সালের ১০ আগস্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মুরশিদুল ইসলাম তার বাবা আফছার আলীকে গলাটিপে হত্যা করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের মেয়ে আর্জিনা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশটি দাখিল করলে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক এ রায় দেন।

সারাবাংলা/এমও

বাবাকে হত্যা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর