ফাহিম মাশরুরকে ছেড়ে দিলো পুলিশ
২৫ এপ্রিল ২০১৮ ১৭:১২ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৮:১৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: মামলার অভিযোগের সত্যতা না পাওয়ায় বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুরকে ছেড়ে দিয়েছে পুলিশ। ডিবির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল সুমন বুধবার (২৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন।
নাজমুল সুমন সাংবাদিকদের বলেন, বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুরকে ছেড়ে দেওয়া হয়েছে। যে আইডি থেকে উস্কানি ছড়ানো অভিযোগে মামলা করেছিলেন বাদী, সেই আইডিটি ফাহিম মাশরুর আইডির সঙ্গে মিলছে না। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত চলবে।
তিনি আরও বলেন, তাকে আদালতে নেওয়ার কথা থাকলেও নেওয়া হয়নি।
তার নামে যে মামলা হয়েছে, এ ব্যাপারে তাকে গ্রেফতারের আগেই জানানো হয়েছিল কি না জানতে চাইলে এডিসি নাজমুল বলেন, তাকে গ্রেফতার করে নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার আইডি আর উস্কানি ছড়ানো আইডির সঙ্গে তথ্য মিলছে না। তাই আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আইসিটি মামলায় গ্রেফতার বিডি জবসের প্রধান নির্বাহী
সারাবাংলা/ইউজে/এমআইএস/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
আইসিটি অ্যাকট বিডি জবস বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর