মিতু হত্যা: লাগেজভর্তি তথ্যপ্রমাণসহ চার্জশিট নিয়ে আদালতে আইও
স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০২
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০২
চট্টগ্রাম ব্যুরো: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে আদালতে গেছেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। সঙ্গে নিয়ে গেছেন লাগেজভর্তি কেস ডকেট অর্থাৎ তথ্যপ্রমাণ সম্বলিত নথিপত্র।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে তদন্ত কর্মকর্তা আদালতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (প্রসিকিউশন) কার্যালয়ে পৌঁছান।
এসময় পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘আমাদের যেসব প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে আমরা আপনাদের অবহিত করব।’
সারাবাংলা/আরডি/এমও