Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম প্রকল্পের সভা মুলতবি, সিদ্ধান্ত সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪০

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে নতুন যে প্রকল্পটি কমিশন সভা তোলা হয়েছিল তা সিদ্ধান্ত ছাড়াই মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম কমিশন সভা শেষে ইসি সচিব হূমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগেই কমপক্ষে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত জানিয়েছে সাংবিধানিক এ সংস্থা। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি বিএনপির বিরোধিতার মধ্যেই আউয়াল কমিশন এ সিদ্ধান্ত নেয়।
এদিকে বর্তমানে দেড়লাখ ইভিএম আছে কমিশনের কাছে। যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব। ফলে আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করতে দেড়লাখ ইভিএম কিনতে হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের সপ্তম কমিশন সভা বসেছে। তাদের সম্মুখে নির্বাচনী ব্যবস্থায় তথ্য প্রযুক্তি প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পটি আলোচনা হয়। ওনারা (কমিশন) দীর্ঘক্ষণ আলোচনা করে। অনেকগুলো বিষয় ওনারা দেখেছেন। নির্দেশনা দিয়েছেন। পরে কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।’

আজকের সভাটি কমিশন স্থগিত করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে যে সিদ্ধান্ত হবে সেই সভায় ওনারা সিদ্ধান্ত নিবেন।’

আজকে কি আলোচনা হলো এবং পরবর্তী সভা কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ মূলত প্রতিটি ইভিএমের দর কত হতে পারে। বাজার দর যাচাইয়ের একটি কমিটি করা হয়েছিল। ওই বাজার দর কমিটি যাচাই করবেন। পরে পরবর্তী সভাতে এটি তুলে ধরবেন এবং মাননীয় কমিশন পর্যালোচনা করে তারা ফাইনাল সিদ্ধান্ত নিবেন।’

বিজ্ঞাপন

বাজার দর যাচাইয়ের কমিটি কবে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজার দর যাচাইয়ের কমিটি আগেই করা হয়েছে। তারা এখনও শেষ করতে পারে নাই। এ কারণে আজ সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি আরও পর্যালোচনা করা হবে। আগামী সপ্তাহে আমরা আশা করছি সোমবারের দিকে সভা বসবে তখন কমিশন সিদ্ধান্ত নেবে।’

তবে ইভিএম মেশিনের পার্টস কোন দেশ থেকে আনা হবে সে বিষয়ে কোন কিছু বলতে নারাজ সাংবিধানিক এ প্রতিষ্ঠানের সচিব।

প্রকল্পের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার যখন সভা হবে তখন ডিটেইলস জানাবো।’

সারাবাংলা/জিএস/এমও

ইভিএম প্রকল্প ইলেকট্রনিক ভোটিং মেশিন মুলতবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর