Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঘুনাথপুর সীমান্ত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৪

আজ সকালে লাশটি উদ্ধার করে পুলিশ

যশোর: জেলার বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি লাশ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, স্থানীয় কৃষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মারা যাওয়া ব্যক্তিটির বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর হবে।

নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সীমান্ত এলাকার বাংলাদেশ অংশে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পোর্ট থানার পুলিশসহ বিজিবিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিটির সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। যুবকের পরিচয় এখনও পাওয়া যাইনি।

সারাবাংলা/এনইউ

পুলিশ বিজিবি বেনাপোল যশোর রঘুনাথপুর লাশ সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর