Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার


২৫ এপ্রিল ২০১৮ ১৭:২৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৭:৫০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার একটি বাসা থেকে পোশাক শ্রমিক রুমা খাতুনের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে আশুলিয়ার চাঁনগাও এলাকার আফসার মিয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি বগুড়ায়। তিনি আশুলিয়ায় খেজুর বাগান এলাকায় একটি পোশাক কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, রুমা খাতুনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেয়। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। রুমা খাতুনের মৃত্যু আত্মহত্যা না কি হত্যা তা তদন্ত করছে পুলিশ।

সারাবাংলা/টিএম/এমআইএস/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

আশুলিয়া নারী পোশাক শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর