Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি এলিজাবেথের শোক বইয়ে প্রধানমন্ত্রীর সই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪১

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনে শোক বার্তায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে প্রয়াত রানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়েছে।

শোক বইয়ে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হাইকমিশনে রানি এলিজাবেথের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

শোক বইয়ে সই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন।

এর আগে, ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। উল্লেখ্য যে, এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।

রানির প্রতি সম্মান দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ।

সারাবাংলা/এনআর/আইই

টপ নিউজ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর