Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটায় ডাকাতের গুলিতে ২ পুলিশসহ আহত ৪

লোকাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩২

কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কুয়াকাটায় ডাকাতের ছোড়া ছররা গুলিতে পুলিশের দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। পরে স্থানীয় জনগণ ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

মঙ্লবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

আহতরা হলেন—পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে তারা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় এক যুবক বিষয়টি বুঝতে পেরে পুলিশে ফোন দিয়ে জানালে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে পুলিশের এএসআই তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামের এক মোটরসাইকেল চালক গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে পালিয়ে যায় ডাকাতরা।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, দুষ্কৃতকারীদের স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে প্রতিহত করা হয়েছে। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সারাবাংলা/এনএস

কুয়াকাটা ডাকাতের গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর