Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:০৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৪

বগুড়া: জেলার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আনিছুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মর্তুজাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান উপজেলার খলিশ্বর গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, উপজেলার জিয়াগনর বাজার থেকে কেনাকাটা করে আনিছুর ব্যাটারিচালিত অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। তাদের বহনকারী ভ্যানটি মর্তুজাপুর নামক স্থানে পৌঁছলে আক্কেলপুর অভিমুখী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে আনিছুর সড়কে পড়ে মাথায় আঘাত পান।

আশপাশের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা উদ দৌলা জানান, আইনি প্রক্রিয়া শেষে আনিছুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এনইউ

আহত নিহত বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর