Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে প্রশিক্ষণ দিতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:২২

ঢাকা: হাসপাতালে যন্ত্রপাতি যাতে পড়ে না থাকে সেজন্য যন্ত্র কেনার সময়ই প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘অনেক হাসপাতালে দামি দামি যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো পড়ে থাকে। ফলে এর সুফল মেলে না। তাই প্রশিক্ষণ দিতে হবে আগে।’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রোগীদের ডায়ালাইসিসের সুযোগ যাতে বৃদ্ধি পায় সেজন্য বিভিন্ন প্রকল্প নেওয়ার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

সেই সঙ্গে কৃষি জমি ফেলে না রাখার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোনো জমি যেন অনাবাদি না থাকে। এছাড়া প্রধানমন্ত্রী প্রকল্পের গতি বৃদ্ধির নির্দেশও দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি বাড়বে। এটি অক্টেবরে কমতে শুরু করবে। কেননা রোপাআমনসহ বোরো ধান উঠবে। জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে। আশা করছি আরও কমবে। তবে মূল্যস্ফীতির তথ্য আরও দুই-একদিন পর প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে অনেক চাপ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের স্বার্থও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া থেকে তেল কিনছে সবাই। এখন ইউক্রেনও কিছু কিছু পণ্য রফতানি শুরু করেছে।’

প্রণোদনা প্যাকেজের মতো প্রধানমন্ত্রী দ্রুত কৃচ্ছ্রতা সাধন এবং আমদানি ব্যয় কমানোর ফলে ডলারের সংকট ভয়ংকর রূপ ধারণ করেনি জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ‘ফলে মূল্যস্ফীতি কমে আসবে, সেটি পরবর্তীতে অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে পরিকল্পনা কমিশনের এই সদস্য জানান, মাশরুম চাষ প্রকল্পে বিদেশ প্রশিক্ষণ পরবর্তীতে বাতিল করা হবে।

সারারাংলা/জেজে/এমও

টপ নিউজ হাসপাতাল হাসপাতালে যন্ত্রপাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর