Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ স্টেশনে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় শিডিউল বিপর্যয় হয়েছে। সোমবার রাতে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের লাইন থেকে আটটি চাকা নেমে যায়। রাজশাহী সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। তবে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ্যুতের ঘটনায় রাজশাহী স্টেশন থেকে প্রতিটা ট্রেন বিলম্বে ছেড়েছে। এছাড়া তিতুমীর এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা আড়ানী স্টেশনে অপেক্ষায় ছিল। তবে রাত ১১টা ২০ মিনিটের ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল হয়। রাতেই যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন

রাজশাহী স্টেশনের প্রধান বুকিং সহকারী আবদুল মোমিন বলেন, ‘রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সরদহ স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেনটি আর যায়নি। রাতেই ট্রেনের টিকিট যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘বাংলাবান্ধা এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার পরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশনে আটকে যায়। লাইন ঠিক করা হলে সে ট্রেনটি সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী স্টেশনে এসে পৌঁছায়। বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে ১০ মিনিট বিলম্বে ছেড়ে যায়। তাকে হরিয়ান স্টেশনে বসিয়ে রাখা হয়েছিল। তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন ক্রস করলে বনলতা সোয়া আটটার দিকে আবারও ছেড়ে যায়।’

লাইন থেকে ৮ চাকা নেমে গেল বাংলাবান্ধা এক্সপ্রেসের

স্টেশন ব্যবস্থাপক আরও বলেন, ‘এছাড়া সকালের সিল্কসিটি এক্সপ্রেস পৌনে এক ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। এছাড়াও সাগড়দাঁড়ি এক্সপ্রেস সোয়া আটটা, মধুমতি এক্সপ্রেস সকাল নয়টার দিকে ছেড়েছে। তিতুমীর এক্সপ্রেস ১০টা ৪০ মিনিটে ছেড়েছে। চার ঘণ্টা ২০ মিনিট বিলম্ব আছে ট্রেনটির। তবে ট্রেনগুলো বিলম্ব বেশি থাকবে না। আগামীকাল থেকে আবারও সঠিক সময়ে চলাচল করবে।’

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, সোমবার রাত সোয়া ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় রাজশাহী স্টেশন। পৌনে ১০টার দিকে সরদহ স্টেশন পৌঁছানোর আগেই পেছনের ‘ক’ বগির আটটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। ট্রেনটি ‘ক’ বগিটি রেখেই গন্তব্যে ছেড়ে যায়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারের কাজ চালায়। ট্রেনের লাইনটি ঠিক করতে সকাল হয়ে যায়। এতে রাতে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে অন্য ট্রেনগুলোও শিডিউলে খানিকটা সময় লাগবে বলে তিনি জানান।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রেন চলাচল শিডিউল বিপর্যয়

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর