Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:২৬

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে বল্লভবাড়ী গ্রামের আশরাফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের মজিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যোকারচর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যান মোটরসাইকেলের ওই দুই আরোহীকে চাপায় দেয়। এতে ঘটনাস্থ‌লেই তা‌দের মৃত্যু হয়।

তি‌নি আ‌রও জানান, এ ঘটনায় আহত অবস্থায় অপর জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহতদের মর‌দেহ স্বজন কা‌ছে হস্তান্তর করা হ‌য়। কাভার্ডভ‌্যান‌টি পা‌লি‌য়ে গে‌ছে।

সারাবাংলা/এমও

কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর