Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলারের দাম ফের ১ টাকা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৬

ঢাকা: ডলারের দাম আরেক দফা বাড়ল, এবার প্রতি ডলার ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ডলারের নতুন মূল্য দাঁড়িয়েছে ৯৬ টাকা। এতে করে ডলারের বিপরীতে টাকার মান আরও নিচে নেমে গেল।

জানা গেছে, গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে ৯৬ টাকায় ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এটাকে আন্তঃব্যাংক রেট বা ব্যাংক রেট বলা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে প্রতিদিন যে ডলার বিক্রি করে থাকে, তা এই রেটে বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার রিজার্ভ থেকে ৯৬ টাকায় ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একইদিনে বাংলাদেশ ব্যাংকও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে সোমবার ৯৬ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ৬ কোটি ৩০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর।’

রোববার (১১ সেপ্টেম্বর) প্রবাসী আয়, আমদানির ঋণপত্র নিষ্পত্তি ও রফতানি আয়ের ক্ষেত্রে নতুন দাম ঠিক করেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা। সংগঠন দু’টির নেতারা মিলে প্রবাসী আয়ে ১০৮ টাকা, আমদানি দায় নিষ্পত্তিতে ১০৪ টাকা ৫০ পয়সা ও রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে ৯৯ টাকা।

এর আগে, গত ১০ আগস্ট ডলারের বিপরীতে টাকার মান ৩০ পয়সা কমানো হয়েছিল। তাতে ডলারের দাম দাঁড়িয়েছিল ৯৫ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

কেন্দ্রীয় ব্যাংক ডলার ডলারের দাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর