আগাম জামিন পেলেন বিএনপির সাড়ে চারশ নেতাকর্মী
১২ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:২২
ঢাকা: পুলিশের সঙ্গে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন জেলা বিএনপির ৪৫২ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নেতাকর্মীর জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল ও মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কুমিল্লার সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নান, ফেনীর সোনাগাজীর উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনসারুল হক, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এর মধ্যে ফেনী, কুমিল্লা, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও নাটোর জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের ২১৭ জন, ফরিদপুর ৮৫, নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫, কিশোরগঞ্জের সদর, পাকুন্দিয়া ও কটিয়াদী থানার ১১৫ জন নেতা কর্মী রয়েছেন।
সারাবাংলা/কেআইএফ/একে