Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন’

ঢাবি করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ২০:২২

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের ইতিহাসের বড় অধ্যায় জুড়ে রয়েছেন। প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন তিনি।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রয়াত জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ জুড়ে ছিলেন। রণাঙ্গনেও তিনি ছিলেন সৈনিক। প্রতিটি সংকটে তিনি ছিলেন। অনেকেই জানেন না, তিনি কারাগারেও ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।’

এদিকে, শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দা সাজেদা চৌধুরীর ভূমিকার কথা স্মরণ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘পঁচাত্তরের পর দলকে সংগঠিত করার জন্য তিনি কাজ করেছেন। ৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দলের সভাপতি হয়েছেন তখন সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে ছায়ার মতো ছিলেন। দলের দুঃসময়ে সাজেদা চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান ছিল।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস তো বটেই, বাংলাদেশের ইতিহাস লিখতে হলেও সাজেদা চৌধুরী থাকবে। তার এই বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার। দেশ একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারিয়েছেন।’

এর আগে, ফরিদপুরে প্রথম জানাজা শেষে বেলা ২টা ৩৫ মিনিটে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয় সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াত এই মুক্তিযোদ্ধার মরদেহে শ্রদ্ধা জানান তাদের নিজ নিজ সামরিক সচিব। পরে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ওবায়দুল কাদের সৈয়দা সাজেদা চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর