Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে পিছু হটছে রুশ সেনারা, কাদিরভের অসন্তোষ

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৫

ঢাকা: ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণে পিছু হঠতে বাধ্য হচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের খারকিভ অঞ্চল থেকে দ্রুত সেনা প্রত্যাহার করছে রুশ নেতৃত্ব। তবে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ রুশ সেনাদের দ্রুত প্রত্যাহারে তার অসন্তোষ প্রকাশ করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়, কাদিরভ চলমান সংঘাতের কৌশলগত দিক পরিবর্তন না হলে মস্কোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলেও জানান।

বিজ্ঞাপন

গত মাস থেকে দক্ষিণ ইউক্রেন দখলমুক্ত করতে তীব্র পাল্টা আক্রমণ চালায় ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার সামরিক বাহিনী পুরো অঞ্চল জুড়ে একাধিক অবস্থান থেকে সেনা প্রত্যাহার করেছে।

এ ব্যাপারে এক রুশ টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতিটি আমাদের কাছে স্পষ্ট করেছে। কী কারণে খারকিভ এলাকার ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লেয়া শহরগুলো থেকে সেনাদের সরিয়ে নেওয়া হলো সে ব্যাখ্যা তারা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রাণহানি এড়াতে সামরিক কৌশল ঠিক করতে এই সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক ছিল।’ রমজান কাদিরভ বলেন, ‘নেতৃত্ব কিছু ভুল করেছে। তবে আশা যে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এসব শহর পুনর্দখল করা হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন চেচেন এই নেতা। তিনি বলেন, ‘এই শহরগুলো আবার আমাদের দখলে আনব। এই ধরনের কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত লোক ইতিমধ্যেই সেখানে রয়েছে। অদূর ভবিষ্যতে আমরা দক্ষিণ-পশ্চিমের বন্দর ওডেসাতে পৌছাব এবং আপনারা সুনির্দিষ্ট ফলাফল দেখতে পাবেন।’

একই বার্তায় কাদিরভ সামরিক অভিযানে রাশিয়ার কৌশল পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ বা কাল যদি কৌশলে কোনো পরিবর্তন আনা না হয়, তাহলে আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বাধ্য হব। তাদের কাছে বাস্তব পরিস্থিতি ব্যাখ্যা করব।’

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনে কাদিরভের নেতৃত্বে চেচেন সেনাদের একটি বিশাল দল যুদ্ধ করছে। কাদিরভ নিজেও একাধিকবার যুদ্ধক্ষেত্রে গিয়েছেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ রমজান কাদিরভ

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর